টেলিগ্রাম বিস্তারিত

বিভিন্ন সুবিধার কারণে বয়ান ও কবিতা সর্বদাই টেলিগ্রামে আগে দেওয়া হয় তরজুমানে আকাবির আরেফবিল্লাহ শায়খুল হাদীস শায়খুল উলামা হযরত মাওলানা শাহ আবদুল মতীন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম এর বাংলা-উর্দূ প্রতিটি বয়ান ও কবিতা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিশ্বের ৪৩টি দেশে সরবরাহ হচ্ছে। আলহামদুলিল্লাহ ..‌...। বর্তমানে হযরতের বয়ান ও কবিতা আরো সহজভাবে আলাদা আলাদা সরবরাহ করা হচ্ছে টেলিগ্রামে। আপনার মোবাইলে টেলিগ্রাম appsটি ইন্সটল না থাকলে play store গিয়ে লিখুন telegram। মোবাইলে telegram ইন্সটল করার পর ১. বাংলা বয়ান পাওয়ার চ্যানেলে জয়েনের জন্য টাচ্ করুন নিচের এই লিংকে http://t.me/khanqahbd বা চ্যানেলের নাম বয়ানে শাহ আবদুল মতীন সাহেব দা: বা: লিখে নামের উপর টাচ্ করুন। ২. বাংলা কবিতা পাওয়ার চ্যানেলে জয়েনের জন্য টাচ্ করুন নিচের এই লিংকে http://t.me/khanqahbdkobita বা চ্যানেলের নাম কবিতা শাহ আবদুল মতীন সাহেব দা: বা: লিখে নামের উপর টাচ্ করুন। ৩. উর্দূ বয়ান পাওয়ার চ্যানেলে জয়েনের জন্য টাচ্ করুন নিচের এই লিংকে http://t.me/khanqahbdurduboyan বা بیان شاہ عبد المتین ڈھالکانگر ڈھاکہ লিখে নামের উপর টাচ্ করুন। ৪. উর্দূ কবিতা পাওয়ার চ্যানেলে জয়েনের জন্য টাচ্ করুন নিচের এই লিংকে http://t.me/khanqahbdashaar বা اشعار شاہ عبد المتین ڈھالکانگر ڈھاکہ লিখে নামের উপর টাচ্ করুন। * উপরোক্ত কোন লিংকে বা চ্যানেলের নামের উপর টাচ্ করার পর উক্ত লিংকের চ্যানেল আসবে। চ্যানেলের একদম নিচে লেখা join এ অবশ্যই টাচ্ করুন। যে কোন টাচ্ মোবাইলে ‌telegram ইন্সটল করে উপরের লিংক বা চ্যানেলের নাম লিখে টাচ্ করলেও জয়েন হয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের সুবিধাসমূহ: ১. এতে 18.12.2017 ইং তারিখে টেলিগ্রামের সূচনালগ্ন থেকে আপলোড করা সবকিছু আপনিও পেয়ে যাবেন যত পরেই আপনি জয়েন হোন না কেন। যা হোয়াটসঅ্যাপে সম্ভব নয়। ২. টেলিগ্রামে মূলত: নিজে নিজেই জয়েন হওয়া যায় এবং হতে হয় যা হোয়াটসঅ্যাপে সম্ভব নয়। ৩. টেলিগ্রামে ডাউনলোড করা নিজের ইচ্ছাধীন হয়। হোয়াটসঅ্যাপের অটো ডাউনলোডে অনেক অতিরিক্ত বিষয়ও লোড হতে থাকে। ৪. টেলিগ্রামে জয়েন হওয়ার সাথে সাথেই চ্যানেল চালুর সূচনালগ্ন থেকে সকল বয়ান এসে যায়। শুধুমাত্র ডাউনলোড করে নিতে হয়। হোয়াটসঅ্যাপে এ সুযোগ মোটেও নেই। ৫. সিম বা সেটের কোন সমস্যায় টেলিগ্রাম থেকে আলাদা হলেও পরে ইচ্ছা মত জয়েন হতেই পূর্বের সব কিছুই বহাল হয়ে যায়। হোয়াটসঅ্যাপে এ সুযোগ মোটেও নেই। ৬. টেলিগ্রামের এক চ্যানেলে হাজার হাজার সদস্য জয়েন হতে পারে। ফলে সারা বিশ্বে একাধিক চ্যানেলেরও কোন প্রয়োজন নেই। পক্ষান্তরে হোয়াটসঅ্যাপের গ্রুপে ২৫৬ জনের বেশি এড হওয়া সম্ভব নয়। এজন্য হোয়াটসঅ্যাপে একের পর এক গ্রুপ তৈরী করতে হয়। ৭. টেলিগ্রাম চ্যানেলে সদস্যদের কোন ধরণের মেসেজ সেন্ড করার সুযোগ থাকে না। হোয়াটসঅ্যাপে এ সুযোগ অবাধ। তাই হোয়াটসঅ্যাপের গ্রুপে কোন মেসেজ না পাঠানোর আবেদন নিবেদন করতেই থাকতে হয়। ৮. ফটো না রাখার আবেদন নিবেদনও হোয়াটসঅ্যাপে করতেই থাকতে হয়। টেলিগ্রামে এ সমস্যা কম। ৯. বিগত সকল বয়ান ও কবিতা ইনশাআল্লাহ্ ধীরে ধীরে সুযোগমত টেলিগ্রামে দেওয়া হতে থাকবে যা সময় সাপেক্ষ। তবে এটা হোয়াটসঅ্যাপে মোটেও সম্ভব নয়। কেননা পরে এড হতে থাকা কাউকে পূর্বের বয়ান ও কবিতা দিলেই সেগুলো পূর্বদের কাছেও বারংবার পৌঁছতে থাকবে। নইলে গ্রুপের বাইরে প্রত্যেককে আলাদা আলাদা বয়ান দিতে হবে। ১০. টেলিগ্রামে প্রয়োজনে ১৬ এমবির একটু বেশিও সেন্ড করা যায়, যা হোয়াটসঅ্যাপে হয় না। আর একারণেই সর্বদা হোয়াটসঅ্যাপের অনেক পূর্বে টেলিগ্রামে বয়ান দেওয়া হয়। ১১. টেলিগ্রামেও সব কিছু telegram ফোল্ডারে জমা থাকে। ১২. কতজন জয়েন হল চ্যানেলের নামের নিচে সবাই তার বিবরণ দেখতে পায় এবং প্রতিটি বয়ান ও কবিতা কতজন দেখলো সেটাও দেখতে পারে নিচে চোখের চিহ্নের ডানে সংখ্যা থেকে যা হোয়াটসঅ্যাপে সম্ভব নয়। এ কারণে টেলিগ্রামকে একটি মিনি ওয়েবসাইট বলা যেতে পারে। ১৩. ল্যাপটপ এবং কম্পিউটারেও টেলিগ্রাম সাপোর্ট করে। ১৪. কোন মেসেজ ভুলে বা ইচ্ছাকৃত সেন্ড হওয়ার পর এডমিন সেটা ডিলিট করলে টেলিগ্রাম চ্যানেল থেকে ডিলিট হয়ে যায়। হোয়াটসঅ্যাপে হয় না। ১৫. হযরতের বয়ান ও কবিতা আলাদা আলাদা সহজভাবে সরবরাহ করা সম্ভব হচ্ছে টেলিগ্রামে। হোয়াটসঅ্যাপে এটা সম্ভব নয়। ১৬. আপনি চাইছেন টাচ্ করা ছাড়াই একের পর এক কবিতা বা বয়ান শুনতে থাকবেন। এটা কেবলমাত্র টেলিগ্রামেই সম্ভব। হোয়াটসঅ্যাপে নয়। ১৭. টাচ্ মোবাইলের উপরের অংশ কোন কিছুর নিচে পৌঁছলেই হোয়াটসঅ্যাপে সেটের সাউন্ড বন্ধ হয়ে যায়। টেলিগ্রামে মোবাইল যে ভাবেই রাখা হোক না কেন সাউন্ড বন্ধ হয় না। এ সকল সুবিধার কারণে সবারই অতিদ্রুত টেলিগ্রামে জয়েন হয়ে যাওয়া শ্রেয়। বিশেষভাবে যারা নতুন এবং হযরতের বয়ান পেতে আগ্রহী। যিনি যখনই টেলিগ্রামে join হচ্ছেন এবং পূর্ব থেকে হোয়াটসঅ্যাপে এড আছেন তার জন্য what'sapp এ এড থাকার আর কোনই প্রয়োজন নেই। হোয়াটসঅ্যাপের গ্রুপ ডিলিট না করে শুধু exit এ টাচ্ করুন। Delete এ টাচ্ লাগলেই সব বয়ান ডিলিট হয়ে যাবে। আল্লাহমুখী জীবন গড়ার মহান এ কাজে নিজ নিজ বন্ধু মহল এবং আত্মীয়-স্বজনদেরকে ‌জয়েন করার লক্ষ্যে মেসেজটির ব্যাপক প্রচার কাম্য।